ভুলে যেতে যেতে ভুলে গেছি ভুলে যাওয়া
সঞ্চয়ে তাই এখনো কিছুটা রোদ
এখনো কিছুটা ভাঁটফুল নিয়ে খেলো
জুড়ে হৃদয়ের তুমি তুমি এক বোধ !
এখনো কিছুটা শিহরণ মনে পড়ে
বিকেলে কে-যেন হাত ছেড়ে বলে ‘যাই’
সে যাওয়ার গোনা যায় ফি-পদক্ষেপও
ভাগ্যিস ‘ভুলে যাও’ বলেছিলে তাই !
ভুলে যেতে যেতে ভুলে গেছি ভুলে যাওয়া
কে না-জানে লোকে নিষেধের’ই করে প্রথমত পিছুধাওয়া !