যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
মানুষ মানুষ মানুষ মরে সাফ
ও পৃথিবী, আর কত প্রেমিকার-
নেবো কঙ্কাল ঠোঁটের প্রেম-উত্তাপ !
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
জীবনভূমেই জীবন অবরুদ্ধ !
এইতো ছুটলো প্রজাপতির পিছু
দুটো মানবশিশু-প্রজাপতি
ছুটতে ছুটতেই হঠাৎ বোমার আঘাত
তিনটে প্রজাপতিই পেলো যতি !
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
হেথায় মাথা হোথায় আধেক হাত
ও-পৃথিবী আর কত খাওয়াব
মৃত ছেলের মুখে তুলে ভাত !
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
জীবনভূমেই জীবন অবরুদ্ধ !
এইতো ভিক্ষায় রত ছিলো ভিক্ষুক
নাসতা শেষেও বেঁচে যাওয়া রুটি-
যার কাছে এক মুগ্ধ সপ্তাশ্চর্য !
মাতাল বুলেট চাপলো তারও টুঁটি !
যুদ্ধ ধর্ম, যুদ্ধ পুঁজি’র পক্ষে
পুঁজি-ধর্ম’ই মুখ্য, মানুষ বোগাস
ও-যুদ্ধবাজ, শুক্র-ডিম্বাশয়ে
তবে ধর্ম-পুঁজি’ই করো চাষ !
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ
জীবনভূমেই জীবন অবরুদ্ধ !