জেগে ওঠে....ব্যালকনি, ভেজা শাড়ী, কাঠের চেয়ার
ভেসে আসে....কি-খবর, কি-পড়েন ? ও বোদলেয়ার !
কথা বাড়ে....রোদগুলো উঠেপড়ে সন্ধ্যার বাসে
এর ফাঁকে....কেঁচো খুঁড়ি অজগর বের হয়ে আসে !
রাত হয়....বেলা চুমে দিতে ছোটে দশটা’র কাঁটা
উঠে পড়ে....‘এসেযাবে’ বলে দেয় অন্দরে হাঁটা !
তারপরও....এপাড়ের ব্যালকনি নায়ের গলুই
বসেথাকে....রাতভর একা একা ভোরে হতে দুই !
যার ফলে....প্রায় ছুঁই ছুঁই আজ গন্ধম-এ্যডাম
অফিসার....চাকরিটা কেন চাই খুলে বললাম !