যেহেতু আমিই কবি, কল্পনা মাথা-মজ্জায়
সেহেতু অনেকবার’ই ভাবনারা এসেছে এমন-
‘ক্ষুরধার কিছু হাতে হৃদয়’টা কাটতে শিখুক,
বেদনার জাল কেটে সে-নিজেই মুক্তি কিনুক’ !
ভেবেছি অনেকবার’ই, হৃদয় হারলে বিশেষত
বিশেষত তার নীল নীলিমাটা মেঘে ঢেকে গেলে
ভেবেছি, হৃদয়টাকে পাইয়ে দিতে বাজি-কয়েনের হেড !
তবু ডাক্তার ভুলে পেটেতেই ফেলে গেলো ব্লেড !