কি নেই বলুন ? গোলাভরা আততায়ী
পুকুরেতে ডিমওয়ালা কার্তুজ-মাছ
কমতি কোথায় কিছু সাজ-সজ্জারও ?
টবে প্লাস্টিকে বোনা মানবতা-গাছ !
কি নেই ? দারুণ পারমাণবিক-ফুলে-
রাজ্যের মাছিদের জয়তু স্লোগান
দু-পেগ বেশী’ই দেই, কম’না ! কাজেই-
আমাদের প্রাচুর্য বলি দেখে যান !
দেখে যান সব’ই , কোমরের নীচ বিনে !
কি লাভ পয়সা দিয়ে গৌণতা কিনে !