যেন এক পোড়া পোড়া গন্ধ
পাচ্ছোনা ? ভাবলাম পাচ্ছো !
ছেড়ে দাও, পেতে হবে কথা নেই !
তোমরা কি কেবিনেই যাচ্ছো ?
তা-ভালোই, শুয়ে শুয়ে জার্নি
একঘুমে পথ শেষ, নামবে !
আমি আছি ছাদটায়, একা নই
চাঁদ, ভিড়, জলরাশি সামনে !
কি বললে, এক’ই আছি ? ধুর ধুর
এক’ই নেই বলেই’তো হাসছো !
যাই ! ছাদে খুঁজি ভালো জায়গা !
তোমরা তো কেবিনেই যাচ্ছো !