এই’ই ভালো,
এইযে আমরা আবডালের হুতুমপেঁচা একজোড়া !
পাথুরে জঙ্গলের এদিকের আঁধারে আমি,
আর তুমি বসে ওদিকটা’র বেতবন-জানালায় !
মাঝখানে দূরত্ব-ফাল্গুন,
গাছে গাছে লালচে হরফের ‘সংরক্ষিতরাজ’-ফুল !
এবং দুজনেই ঐতিহ্যের হুইল ভাঙা গ্রামোফোনের মত স্থির, চুপচাপ !
কিন্তু নৈঃশব্দ্যেরও সুর আছে তাই মাঝেমাঝেই আমরা অভিমানের মত বেজে উঠি !
আমি বাজি তোমার উদ্দেশে,
আর আমার বিশ্বাস তুমি আমাকে শুনতে শুনতেই কেঁদে ওঠো নতুন এক সিম্ফনির বায়নায় !
কি’যে আরাধ্য সে-কল্পনা আমার, উফ্ !
তাই কাল,
তোমার চোখাচোখি দূরত্বের শৃঙ্খলে অনবরত বেঁধেই রাখো আমায় !
কারণ, এসব শৃঙ্খলের জন্যই আমার দীর্ঘশ্বাস সবুজ !
এসব শৃঙ্খলের জন্যই অনুরোধের আসরে বুক ছিঁড়ে আজো কত রুবি-রায় প্রেমিক !