তোমার মতো ভাবতে গেলে নটী’র ছেলে’ই অস্তাচল
রোজ গিলে খায় আলোক-প্রথা, আলোর সবুজ বনাঞ্চল !
তোমার মতে রক্তচোষা ঘায়েল করা দা-এর কোপ-
নমস্যজন, কৃষ্ণ-পুরুষ ! আমার মতের ভিন্ন চোখ !
তবে সেটাও মীমাংসা নয়, গালভরা খুব কথার ছল !
হাঁ-এ পোরে গ্রাসের আদর, একমতে তো প্রেমিক দল !