আসছি যাচ্ছি কান খোঁচাচ্ছি... হাঁচ্চো
কে কে আমায় দেখতে পাচ্ছো,
দেখছোনা কে ঘ্রাণ পাচ্ছো ?
ভাঙছি গড়ছি ছিলতে পারছি ইক্ষু
মোল্লা পুরুৎ ভিক্ষু
এঁরা সবাই আমার’ই লোক, খিক্-খু !
বকছি টকছি হঠাৎ শব্দ... ঢিচকাঁও
কান ঘেঁষে যেই বুলেট গেলো
অমনি গাধার পাঁচ-পাও !
হাঁ-হাঁ-হাঁচ্চো
জানো ? আমার জন্যই বাঁচছো !