রজনীগন্ধা মরছে ডায়বেটিসে ?
আগাপাস্তলা তিনিই ইনসুলিন !
সফেদ পায়রা খোপ ছেড়ে পলাতক ?
তিনি বাজাবেন আ-ছই-ছই বীণ !
যেখানে যা-কিছু ঘটছে ভালোর জন্য
সেখানেই তিনি প্রথম সারিতে বাঙ্ময়
সকলের ঘরে মুরগি-সালুন ভাত-টাত
রবেতো? এ-ভেবে তাঁর ঘন ঘন ভয় হয় !
অশান্তি তাঁকে নিত্য খাওয়ায় ভিরমি
তাঁর রণতরী ভর্তি ফ্লাইং-কিস
‘ছোট্ট ছেলে’ ও ‘মোটা লোকটা’র বাপজান
ভুলে বসে আছে উনিশ পঁয়তাল্লিশ !
এটুকু লিখেই থেমে গেছিলাম তরশু
আজ একজন পড়ে বললেন ‘ধুত্তোর-
তিনি নয় আগে ‘চ’ দিয়েই গাল পাড়তেন,
এখন তো তিনি ভালো লোক, বুলি মুক্তোর !
তাই ছেড়েদিন খামোকাই পরচর্চা ’
বললাম, বেশ ! তবে ভুলটাই বুঝছেন !
‘চোর চুরি কর, গৃহস্থ হোন সাবধান’
বলে তিনি আজো ‘চ’ দিয়েই ফেলে কুদছেন !