কাঠবাদামের গাছের উপর বৃষ্টি পড়ছে হুমড়ি খেয়ে
ভুল ক্যাকটাস গাছও দেদার বৃষ্টিপাতে যাচ্ছে নেয়ে
কাঠবাদামের গাছে তুমি বৃষ্টি হয়ে তৃপ্ত-মাতাল
ভুল ক্যাকটাস গাছে আমি বৃষ্টি হয়ে কাঁটায় নাকাল
কিন্তু দুজন এক’ই সাথে পেয়েছিলাম জলের শরীর
তাও দু-রকম মাতাল-নাকাল হয়ে আমরা মুগ্ধ-স্থবির
মুগ্ধ তুমি কিসের জন্য, যদিও ঠিক তা-জানোনা
স্থবির আমি কিসের জন্য, আমিও ঠিক তা-জানিনা
এবং সেটা জানতে চাওয়াও মানা মানা এবং মানা
পরীক্ষা’তে ফেল মেরেছো, জবাব-খাতার জরিমানা !