মাথার ভেতর হাতড়ে খুঁজেছি তোকে
প্রায় রোজ প্রাতে
হাতড়ানো হাতে
ঠেকেছিলো হরিয়াল
গা-ঘেঁষে গা-ঘেঁষে সে-হরিৎ পাখি হেঁটেছেও বহুকাল
পাখির কণ্ঠে এ্যননি’স সং গাইতে শুনেছি তোকে !
মাথার ভেতর হাতড়ে খুঁজেছি তোকে
আক্ষেপ ভরে খুঁজে গেছি ঝিলিমিলি
তুইও সে-সময় আমার পাশেই ছিলি !