ফস করে পিঠে সপাং সপাং প্রহার
চিৎকার দেবো, কিন্তু উপায় কোথায়
হাঁ এর ভেতর কে যেন পুরেছে লাগাম
বোবা-কান্নায় বুক চৌচির প্রায় !
চলছেই পিঠে প্রহার, তবুও পিঠে-
হয়ে রয়েছেই গন্ধমাদন বোঝাই
লালা’য় মিটতো তৃষ্ণা, কেড়েছে লাগাম
তাই ছুটছিই, পানি পানি পানি চাই !
ছুটছিই যেনো লক্ষ্যে মৃত্যু-ছুটি
আর পড়বোনা এ্যনাসোয়েলের ব্ল্যাক বিউটি !