আর কিছুদিন থাক জুঁইফুল, আর কিছুদিন থাক
আর কিছুদিন চো-পাশে যা কিছু ভালো টালো লেগে যাক !
আর কিছুদিন হাস্নুহেনার ডালে সাপ ঘ্রাণ-খোর
দেখে একসাথে দুটো প্রাণ ভয়ে হিম হয়ে যাক ঘোর !
ভয়ে দুয়েকেই বুকে থুথু দেয়া কু-সংস্কারে পাক
আর কিছুদিন থাক জুঁইফুল, আর কিছুদিন থাক !
আর কিছুদিন থাক জুঁইফুল বৃষ্টি, রোদ্র, ধুলায়
থেকে যা ভীষণ সাদামাটা-তুই উঠোন, ধান ও কুলায় !
আর কিছুদিন থাক জুঁইফুল ডায়ালেতে রোজকার
তোর’ই খোঁজ নিই আরো কিছুদিন, আর নেবো খোঁজ কার !
খোঁজ দিতে তোর, তোর ভেজা শাড়ী ব্যালকনি’তে শুকাক
আর কিছুদিন থাক জুঁইফুল, আর কিছুদিন থাক !