দিন শেষ তবু একা, তবু গাংচিল দেখো যদি
হৃদয়ে প্রেমের মত কোনো এক ঈশ্বর খুঁজে
চলে যাও পাখিদের শিসে ভেজা জল-মন্দিরে
মিশে যাও অরণ্য-মানুষের সবুজে সবুজে !
অতঃপর ছুঁয়ে দেখো জীবনের চলতি শরীর
হয়তো সেখানে ওড়ে দৃশ্যত কালো এক কাক
কিন্তু দু-ডানা তার খুব হুহু গান হয়ে বাজে
ভাবলেশহীন পথ যাতে জেগে উঠে হতবাক !
অথবা দু’হাতে তুলে নাও তার রং-বৈশাখী
কুয়াশা’রা নেই যার করতলে, একটুও নেই
শুধু আছে অভিমান কামিজের ঢিলেঢালা ধাঁচে
ক্ষোভ যার ধুয়ে সাফ বৃষ্টির ছায়া পড়তেই !
এবং সে হাত চায়, যদি মুঠে অভয় বাড়াও
অবিলম্বে সে ছোঁবেই হাত-রূপী ফণীমনসাও !