একহাত দেখে নিয়ে বাম-ডান আর রাষ্ট্র’কে
তিনবেলা তিনমুঠো ভাতের পক্ষে গেলো সে !
দু’চোখে সমান ভাবে দেখার পক্ষে গেলো সে !
ভাতঘুম দাবী নিয়ে লড়ার পক্ষে গেলো সে !
“যা দেখিনি তার প্রেমে পড়ার যুক্তি কোথা হে ? ”
আঁধারে’কে সাফ এটাও বলার পক্ষে গেলো সে,
আত্মহত্যার প্রয়োজনে !