বেঁচে আছি এইটুকু বিশ্বাস করে নাও প্লিজ
এখনো আমিই থাকি অফিস ফেরত পথে সন্ধ্যার পর
এখনো আমিই থাকি শ্লীলতাহানির পাশে দাঁড়িয়ে নিথর
মেয়েটা কাঁদতে থাকে, আমি ফিরি কুকুর’কে মাথা দিয়ে লিজ !
এখনো আমিই যাই শপিংয়েতে, কেনাকাটা করি
নির্ভুল বলে দিতে সক্ষম আন্ডারওয়্যারের মাপ
কেনাকাটা শেষে ফিরি সেই পথে, এইতো সেদিন
যেই পথে পড়ে ছিলো বোকা লাশ -যুক্তির পাপ !
এখনো আমিই চলি পান করে তৃষ্ণায় কোক
বিশ্বাস হচ্ছেনা ? জিজ্ঞাস করে দেখো, ওইতো টোকাই
খালি বোতলের লোভে ও’ই নিয়েছিলো কাল পিছু
বোতলটা পথে ফেলে, চড় তুলে তাড়িয়েছি ওকে খামোকাই !
প্লিজ তাই মাথা নাড়ো ‘বেঁচে আছি’ বুঝেছো’র ধাঁচে
ঘাড়ের যত্ন জানা কচ্ছপ বহুদিন বাঁচে !