চৈত্রের শেষ বিকেলে এখন রোদ
কালকের দিকে হেলে আছে কম্পাস
এখন তাবৎ আগমনী জুড়ে ত্রাস
কে জানে আসছে কাল কি দীর্ঘশ্বাস !
চৈত্রের শেষ বিকেল, আকাশ নীল
টার্মিনালের কোণে চা-ওয়ালার গান
চা-ওয়ালার প্রিয় 'লালন', কিন্তু এখন
তিনি সুর করে ‘সাতান্ন ধারা’ গা’ন !
চৈত্রের শেষ বিকেল, অদূরে খুন
খুন হওয়া দেখে ভুলে গেছে অকপটে
ব্যোমকেশগণ ! এখানে এটাই নিয়ম,
অমমাংসিত রহস্য যা’ই ঘটে !