একদিন গোধূলির ধূলোমাখা স্যান্ডেলে দেখেছি
আমার গভীর মানে, আমার ব্যবচ্ছেদ পেরিয়ে
কি’রকম অনাগত আমি আছি শুয়ে, তার জলছাপ !
সেই থেকে ভালোবাসি সবকিছু অশ্বথের মমতা দিয়ে !
সে-থেকে আমিও চাই সারা গায়ে মহুয়া সোহাগ
ঠোঁট মোছো অপ্সরী, মুছে ফেলো কাপুরুষ সময়ের দাগ !