বেঁচেও যদি যেতিস, তোকে আমরা বুঝি বাঁচতে দিতাম ?
কক্ষণো না, মরলি বলেই শোকের স্লোগান কণ্ঠে নিলাম !
বাঁচতি যদি আকাশটা তোর বন্দি হতো শোবার ঘরে
কার সুবাদে ? এই আমাদের ! বরঞ্চ তুই বাঁচলি মরে !
বরঞ্চ তুই বেঁচেই গেলি, মনে রাখিস দ্রৌপদী নোস
তুই অভাগী, তেঁতুল-প্রাণী, তোর শরীরে নারীত্ব-দোষ !
তুই ভালো থাক ওই পাড়ে তাই, তোর প্রয়োজন ভেস্তে দেবো !
আমরা হাজার লম্পটেরা হাওয়ায় হাওয়ায় জন্ম নেবো !