বলছি আমার মূকাভিনেত্রী প্রেমিকার কথা !
বাস্তবের অভিনয়-কলা আমাতে বিস্বাদ এনে দেয়,
তবু তার অভিনয় দেখি, হাসি, হাসতে হয় !
বা হাসিয়ে নেয়ও বলা যায় !
কারণ, মূকাভিনয়ের নিপুণতা তির্যক হয় খুব !
আমার মূকাভিনেত্রী প্রেমিকার অভিনয়ের বিষয় হাস্যরস !
কিন্তু কমেডি ভাবলে ভুল করবেন !
মুখশ্রীপূজারী কারো ঠোঁট হাসেনা কমেডিতে, বা ক্ষুধার্তের ঠোঁটও !
গতানুগতিক মুখশ্রীপূজারী নই আমি, তবুও হাসি !
অভিনয়ের তির্যকতা ঠিকঠাক ফুটিয়ে তোলার চেষ্টায় তার চোখ বেয়ে ঈশ্বর গড়িয়ে পড়ে যখন,
তখন না হেসে পারা যায়না !
হৃদয় দিয়ে হেসে উঠি তাই
হেসে উঠি বোধ নিষ্কাশিত স্বতঃস্ফূর্ত মুগ্ধতায় !
জনম জনম তার জন্য কাঁদবার অভয়যুক্ত সে হাসি !