কাছ থেকে কখনো দেখিনি
মাঝেসাঝে লোকমুখে দেখা
পশমী হাসির প্রয়োজন ভরা শীতে
আমাকেই পেরিয়েছো দূর দিয়ে, একা !
কাছ থেকে কখনো দেখিনি
যা দেখেছি, তন্দ্রার স্মৃতি থেকে নিয়ে !
স্মৃতির কাঠিতে বেঁধে বোধ-আঁকশি’টা
ছুটেছি তোমার ছায়া আনতে নামিয়ে !
কাছ থেকে কখনো দেখিনি
প্রশ্নবিদ্ধ তবু দেখবার আশা
কেনো অতিপ্রাকৃত মিঠাই বণিক
একযোগে ছেড়ে দিলে এ-পাড়ায় আসা ?