তুমি ভীষণ অতর্কিত আলো
চোখ ধাঁধিয়ে দৃষ্টি তোমার দিকে
দিতে বাধ্য করো আমায়, দিয়ে-
চোখ ফেরাতেই আঁধার চতুর্দিকে !
তুমি ভীষণ চরমপন্থী হাওয়া
তাকাই যদি ধুলোয় দৃষ্টি ভার
না-তাকালে এগোয়না পথচলা
দেখাও হয়না নিজেকে হাড্ডিসার !
‘তুমি’ ঠোঁটের তৃষিত সম্বোধন
তেতো হয়ে যাওয়া পুনঃপুনঃ চর্চায়
তাই চেঞ্জ চাও, ভাবছিও ছেপে দেবো
তোমাকে, ‘আপনি’ ‘তুই’য়ের আগামী যে কোনো সংখ্যায় !