ইচ্ছে ! শুবে তো শোও !
ছুতোর গেঁথেছি কাঠ !
স্বপ্ন-কাঠের পালঙ্ক বানাতে ক্রুশ সওয়া ঝঞ্ঝাট !
ইচ্ছে ! ছুঁবে তো ছোঁও !
সশস্ত্র চোখ-ফুল
তোমাতে বিঁধতে ছুটছি, ছুঁয়ে মরে যাও প্রাণাকুল !
ইচ্ছে ! আসলে এসো !
উড়ি সুর দলছুট
ইচ্ছে না’হলে পালাও
ভেসে যাও অস্ফুট !
ভেসে যাও জলে জ্বালিওনা শুধু খুঁজে
কাঁচাপাকা চুল আমার সার্থকতার !
দেলগাদিনা’রা আমাতে সুরক্ষিত
আমিই প্রেমিক বিষন্ন বেশ্যার !