কাকতাড়ুয়া দু-হাত মেলে দাঁড়িয়ে আছে
কাকতাড়ুয়া আলিঙ্গনের তৃপ্তি যাচে
কাকতাড়ুয়ার বাড়িয়ে রাখা বক্ষ-নদী
রোজ’ই ডাকে, ছুঁইনা, ভাবো পাগল যদি !
কাকতাড়ুয়ার হৃদয় জ্যান্ত গুয়ের্নিকা
হৃদয় ? না না , কাটা ছেঁড়া হৃদকণিকা
সে হৃদকণায় শোলক-বলা আদর-আগুন
কাকতাড়ুয়ার কাজে আসেনা জননী-গুণ !