খুঁজতে গিয়েছি সেই দারুণ ক্ষত
ভীষণ জ্বালায় যে ভীষণ পোড়ায়
শরীরে পাইনি তাকে চুলচেরা খুঁজে
হাঁসফাঁস বয়ে গেছি শুধু তার দায় !
খুঁজতে গিয়েছি সেই দারুণ ক্ষত
যে ক্ষত ছুতোর, আমি কাঠ আধখানা
শ্বেতাঙ্গ রোদে শুধু উড়ছিলো শাড়ী
পরতে দেখেছি কাকে মনে পড়ছেনা !
আজো মনে পড়ছেনা!