পারোতো আমার গভীরে একটু নামো
পারোতো আমার চিন্তায় দাও ঝাপ
দাও ঝাপ ঠেকো একঝাপে তলানিতে
দেখি কত পারো, তুমিতো মানবী সাপ !
তুমিতো কেবলি হিস্ হিস্ ফোঁস ফোঁস
অথচ দেখছি খেয়াল’ই করোনি আজো
কিযে ভয়ানক যাঁতাকল জোছনার
নিজেতে রেখেই বৃথা ফোঁস ফোঁস বাজো !
খেয়াল’ই করনি ছোবল দেয়ার পরও
বাঁচবার তবু কিছুটা সুযোগ থাকে
কিন্তু যাঁতায় নেই সেসবের বালাই
এক পেষণেই ইহলীলা পরবাঁকে !
পারোতো আমায় তাই যাঁতাতেই মারো
নিজেকে চেনাতে দেখি পারো কি নাপারো !