সূক্ষ্ম ভাবে দেখলে তুমি দুঃখ পাবে
রুক্ষতাকে তাই ডেকেছি সদলবলে
আসলো তারা, খসখসে তাই হাতের তালু
ঠোঁটে ফাটল, কিপ্টে হাসি আলুথালু !
দেখলে তুমি, বাড়িয়ে দিলে স্নেহের পরশ
শরীর ফুঁড়ে সে-স্বাদ হৃদয় করলো অবশ !
তারপরে ? না আর কিছুনা, শেষ এখানে
এটুক’ই ছিলো সে-ভ্যাসলিনের বিজ্ঞাপনে !