সর্বনাশের গভীরে আমার বাড়ি
আরো কিছু আলো
বেসে ফেল ভালো
সে-নাশে পড়ুক দাড়ি !
বেসে ফেল ভালো
জল জমকালো -
বৃষ্টির রেণু বাঁধা !
হাত ধরে তোল যত্নে আমায়,
আমিও কালোই রাধা !
শেয়ালে মগজে করোটি'টা যেন
ফাট ফাটি ছবি ব্লাউজের,
আনুবিস আমায় তবুও না ভাবা
পাপী পথ ধর প্রণামের !
সর্বনাশের গভীরে আমার বাড়ি...
রিকশার বেল, চাচা ঘামছেন
টানতে যাত্রী-গাড়ি !
সর্বনাশের তার সাথে মৃদু আড়ি !