শীতের প্রকোপ
ভীষণ কেঁপে
ওম ছুঁলো সে
বানান করে !


জল-আতঙ্ক
বেঁচে টীকায়
লুই পাস্তুুর
বেদীন শালা !