ঘুম ভাঙ্গা চোখে সারাটা সকাল আমি
গাঙচিলে ছিলো আমার আদল নিশ্চিত
ফুল-চাষী করে আমার হাসিই বিক্রী
ধারণার তোড়ে ধারণা হারাতো সম্বিৎ !
আহা সিগারেট- কিযে অমায়িক খুশবু
বোরিং কবিতা না-বুঝেই ভালো লাগতো
অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে
আমার কান্না, হৃদয় দিয়েই কাঁদতো !
সেসব অতীত সুবাসিত সৌরভ
তার আমি-জ্বর আজ মৃত মহীয়ান
মরে গেছে, শুধু যেতে যেতে আমাকেই
মরোণোত্তর করে গেছে দেহদান !