আকাশ জোড়া মেঘের ভীড়ে
লুকিয়ে থাকা সূর্য আমার
কেউ আসেনা দেখতে খুঁজে
প্রকাশ্যটাই প্রিয় সবার !
কেউ দেখেনা, টাকার নোটে
লুকানো জল-ছাপের ধাঁচে
মেঘলা মুখের পিছে আমারো
হাইড করা এক হৃদয় আছে !
কেউ দেখেনা, দেখেনা তাই
বায়োস্কোপের চোঙ্গা'ই বনি
চক্রাকারে ঘুরে ফিরে
এক'ই ছবির প্রদর্শনী !