স্বপ্ন দেখতে ঘুরতে হয়না এ-দ্বার ও-দ্বার 
অশ্রু-পিছল চোখে চলা তার সহজ ভাবে
স্বপ্ন দেখি তাই, একদা ফুরোলে ঝড় 
আমার জুতো উচিত একটি মেয়াদ পাবে!



চলে যাচ্ছো ?
আচ্ছা তাহলে যাও !
ফিরবেনা আর ?
ঠিক আছে, কি আর করার !
কাছে আছো মানে চলে যাবে, নেই বুঝতে বাকী আমার !
চলে যাওয়া মানে সম্মুখে দিন দারুণ সম্ভাবনার !



আমার যা দেবার আছে 
নিতে এসো আমার কাছে
যদি বসন্ত চাও তবে
আছে মেঘফুল অবয়বে !
যদি বিশ্বাস চাও তবে
আছে ঘামে ভেজা কিছু কষ্ট 
যাতে আসবো বলেও না আসা
ক'টি পায়ের অপেক্ষা স্পষ্ট !