তুমি ছিলে, তুমি আছো
অথবা নেই'ই ধরো
অথবা হারাতে পারো
এইতো, নাকি ?
এ নিয়ে করছো আশা কেনো মাখামাখি ?
কারোর অপেক্ষাতে কোনোদিন কোনোকালে
পড়ে থাকে নাকি কোনো খাত ?
আমিও এমন তাই, যেথা রাত -সেথা চিৎপাত !
আমার জানলা হলে জোৎস্নার অলংকার,
আঁধারেরও সেকি কঙ্কাল নয় ?
আমার ভেতর তাই গোলাপের খাস জমি,
বাইরে ঘামের কটু গন্ধ রয় !