বাজ পড়েছে
ভয় পেয়েছি
চশমা হাতে
কাচ ভেঙ্গেছে
রক্ত ঝরে !

ফেলনা বয়াম
ঝনাৎ । বুয়ার-
গাল করে লাল
ভয়ের বিবিঃ
দামী ভেবেছি !

সাপের-খেলা
সাপ? ওরে বাপ
কি বিদঘুটে  !
সাপ রাখো কই ?
মাথার পাশে !