যে পাখি হারিয়ে গেছে ,
সে যদি আবারো ফেরে
তবে সে আবারো যাবে হারাতে !
হারিয়ে যাবার এই
অভ্যাস শেখা পাখি
কখনো পারেনা স্থির দাঁড়াতে !
তোর সন্ধানে তাই যাইনা এখন আর ,
বেঁচে থাকা যদি দেয় একার দোহাই...
আমার ছায়াকে দেখে আমি একা নির্জনে
একাকিত্বতা কাটাই !
তবু কখনো কখনো যদি তার পরওএকা হয়ে যাই,
আমি আর হ্যাঙ্গারে ঝোলা তোর শাড়ী মিলে গল্প জমাই !
বেঁধে ছিলাম তোকে নিয়ে এক সংসার খেলাঘর
ভালোবাসা মাখা যেনো নিসর্গ ছিলো আহা সেই ঘর
কথা ছিল একসাথে এখানেই রবো দু’য়ে আজীবন
তোর উড়ু-স্বভাবেতে আজ পোড়োবাড়ি যেনো সে স্বপন !
তোর সন্ধানে তাই যাইনা এখন আর ,
বেঁচে থাকা যদি দেয় একার দোহাই...
আমার ছায়াকে দেখে আমি একা নির্জনে
একাকিত্বতা কাটাই !
তবু কখনো কখনো যদি তার পরও একা হয়ে যাই,
আমি আর হ্যাঙ্গারে ঝোলা তোর শাড়ী মিলে গল্প জমাই !