একটু হলেই চলে আমার
একটুখানি রোদের আভাস
পাতার ফাঁকে উঁকি দিলেই সুখ !
একটু  চাঁদের ঝলসে ওঠা,
একটি-দুটি অশ্রু-ফোঁটার
জন্য কৃষ্ণপক্ষে রই উন্মুখ !
আর পুরোনো গল্প-খাতায়
একটু আমায় লিখেছিলে,
সেটাই অমরত্ব মেনে যাই...
ও আমার একটু পাওয়া, তোমায়
স্নিগ্ধ শিশির ফোঁটায় একটু পাই
ও আমার একটু পাওয়া, তোমায়
আঁতুড় শিশুর গন্ধে একটু পাই !

একটু হলেই চলে আমার
একটুতে সুখ অনেক পাবার !
একটি যুগল স্মৃতির চর্যাপদ-
তাই পুনপাঠ করে নামি
ছুঁতে যাবার আগে গ্লানি,
একটু শীতল লাগে আগুন নদ !
আর বাহুতে স্পষ্ট, তোমার-
ম্লান দুটো নখ-আঁচড় দিয়ে
জন্মদাগ-হীনতার স্থান ভরাই...
ও আমার একটু পাওয়া, তোমায়
ভুলো মনের দ্বন্দ্বে একটু পাই
ও আমার একটু পাওয়া, তোমায়
মিলনান্তক গল্পে একটু  পাই !