চাইনা তোমায়, তোমায় হারাবার
বেদনা টাকেই চাই
চাইনা তোমায়, তোমার অপেক্ষায়
থাকার ক্লান্তি চাই
চাইনা তোমায়, কারণ পেলেই
ভরে যাবে বুক
পাওয়া হবেনা আমার প্রিয় রোদন ভরা সুখ !
চাইনা তোমায়, কারণ পেলেই
রাখবো পাশে পাশে
ফুটপাথে আর নাড়া দেবেনা
তোমার শূন্যতা-সে !
হাঁটলে দুজন পাশাপাশি
ফুটপাথে হাত ধরে-হাসি
শূন্যতার কি লজ্জা নেই যে তবু দেখাবে মুখ ?
পাওয়া হবেনা তাতেই প্রিয় রোদন ভরা সুখ !
চাইনা তোমায়, কারণ পেলেই
চাইবো স্পর্শ রাখা
অথচ আমায় বাঁচিয়ে রাখে
স্পর্শের আকাংখা !
পেয়েই যদি গেলাম তবে
শুকনো পাতা ভাঙ্গার রবে
তোমায় কে আর খুঁজবে, নিয়ে মন ভরা ধুক-পুক ?
পাওয়া হবেনা সেই'সে আমার রোদন ভরা সুখ !