অল্প হেসে দু-এক ফোঁটা গল্প এসো
তোলা জুতোর ধূল-মোছা প্রকল্প এসো
আজ আমি কার সঙ্গে যেনো কোথাও গেছি
এই রটনার ঝিলিক ঘরের তালায় মেশো
গল্প এসো !
অল্প হেসে দু-এক ফোঁটা গল্প এসো
ভাত দেবোরে’র জবাবে খোশ গল্প এসো
জবরদস্তি খাইয়ে দিলো ও-আজ আমায়
এই এ্যকশান রিপ্লে ঠোঁটের ডগায় মেশো
গল্প এসো !
অল্প হেসে দু-এক ফোঁটা গল্প এসো
আসতে গাদাগাদি হলে অল্প এসো
ঝুলে আছি আপত্তি নেই, শুধু মাঝে
সোনালুফুল সংস্করণ দেখতে এসো
একটু হেসো !