বহুদিন পর আমি আজ দুখী
তবু কেনো বুক পোড়ে ?
বৃহন্নলারা দুখী হতে শেখে
শৈশব কৈশোরে !
কেনো বুক পোড়ে, পেতে বেড়ে যায়
সহানুভূতির তেষ্টা ?
সহানুভূতিটা আমার লজ্জা,
ওদের বাঁচার চেষ্টা !
মেয়েলি মুখেতে ছোপ ছোপ ওদের
গোঁফের মতন কষ্ট !
তোমার আমার চাইতে ভীষণ-
ভীষণ রকম স্পষ্ট !