সেদিন ও এমনি আকাশ মেঘলা ছিলো
উড়ছিলো ঝড়ে ধান মাড়াইয়ের খড়
দু'টো রিক্সা তবু ছুটছিলো দূরে
ছিলোনা ব্যাথারা এরকম দূর্মর !
সেই দিন তবু পড়ে থাক,
এই আজকের কালবৈশাখ
আমার মণিহার !
সেই সুখ স্মৃতি, এই আজকের বেদনার উপহার !
সেদিনও এমনি কুস্তিতে ছিলো দু'টো ন্যাংটো খোকা
ছিলো লড়াইয়ের দর্শক হয়ে খুকি দের হাততালি
ছিলোনা পূজোর মন্ডপে দেখা দশমী'র স্মৃতি কারো
যার না থাকায় বহুদিন এই হৃদয়ের কোণ খালি !
সেই দিন তবু পড়ে থাক,
এই আজকের কালবৈশাখ
আমার মণিহার !
সেই সুখ স্মৃতি, এই আজকের বেদনার উপহার !