আমায় ভালোবাসছে সবাই
আমায় ভীষণ এড়িয়ে চলে
যদিও বিদায় বলছে তারা
তবুও তারা আমার দলে !
আমার ভালো চাইছে সবাই
কাঁদিয়ে খানিক দিচ্ছে শুধু
আমি কৃতজ্ঞতায় কাজেই
দুপুর হলাম, একলা ধুধু !
আমায় কাছে ডাকছে সবাই
শুধু আগে দুই পা বেঁধেছে
ডেকেছে বলতে জরুরী কথা-
'শোন হারাবার ক্ষণ ডেকেছে
এবং যাচ্ছি সে ডাক মতই
যাচ্ছি আমায় মনে রাখিস
আমার ভালো চাস জানি, তাও
মন্দ চাওয়া পাপ তা জানিস’!