সকাল বেলার 'আমি'র সাথে
বিকেল বেলার 'আমি'র কোনো মিল দেখিনা !
ছাইয়ের এক 'আমি' হলাম, টামি হলাম,
আমিই আমার খোঁজ জানিনা !
ছাইয়ের এক 'আমি' হলাম, এক সকালে
বলে দিলাম 'যা পালা তো' !
বিকেলেই এক প্লেটে দুই শালিক খাচ্ছে
দেখে ভাবি,'আবার যদি হাত বাড়াতো'!
ছাইয়ের এক 'আমি' হলাম, নেয়েছি না নাইতে হবে
এন্তার তাও ভুলতে ধরি !
ওদিকে নিজের গান'ই, তোমার লেখা
গান ভেবে খুব মন দিয়ে মুখস্থ করি !
ছাইয়ের এক 'আমি' হলাম, ছেড়েই দিলাম
পোড়া মুখো 'আমি'র কথা !
ছাইয়ের এক 'তুমি' হলে , বছর খানেক আগে গেলে,
এখন কি আর লাগতো ব্যাথা ?