কাকের শিশু ডুবছে জলে,
কাক-মা দেখেও উকুন বাছে কোকিল শিশুর !
নভেরা'দের শিল্প লুটায়,
ন্যাকা গানেই বুঁদ তবু সব 'কি-সুর কি-সুর' !
দাউদ, শহিদ কাদরি বিমুখ,
ভোট লুটেরার আলেয়া পায় রোদের খেতাব !
বীরশ্রেষ্ঠের দেশে কাজেই
কাপুরুষ'ই সংখ্যাগুরু, নবাব টবাব !