জানলায়.... রোদ আসে, পাখি আসে ভালোলাগে !
ধানখেত.... ওঠে দুলে ঢেউ তুলে ভালোলাগে !
মানুষেরা.... জড়ো হয়, কথা কয়, ভালোলাগে !
ফানুসেরা.... জ্বলে যায় নীলিমায় ভালোলাগে !
স্নানান্তে.... দূরে ফুল-ভেজা চুল, ভালোলাগে !
দিনান্তে.... ফিরে আসো, ভালোবাসো, ভালোলাগে !
পতিতারা.... ঘরে ফেরে ব্যাগ ভরে, ভালোলাগে !
তাকে কেনা.... অক্ষম- কাপুরুষ ভালোলাগে !
আয়নায়.... মুখ দেখি,দেখে শিখি, ভালোলাগে !
শিশুদের.... আধো বোল, চাঁদ-আদল ভালোলাগে !
দোকানেতে.... লেখা দেখি ‘কাল বাকী, ভালোলাগে !
সেই বাণী.... শিখে জোরে পেট পোড়ে, ভালোলাগে !
ভালোলাগে ভালোলাগে, খুব কাছ ভালোলাগে,
ভালোলাগে বহুদূর ধুধু !
ভালোলাগা নিয়ে লেখা এ-কোনো কবিতা নয়,
পরশ্রীকাতরতা শুধু !!