তুমি বিভূতিভূষণ বাবু'র আরণ্যক এর পৃষ্ঠা যেনো
আমি তাই রোজ তোমায় পড়ি, তাতে'ই বুনো-ফুল কুড়ানো
আমি তাই রোজ তোমায় পড়ি, শিশির ফোঁটা গা ধুয়ে যায়
তোমার মায়া-কাঁটার ঝোপে রোজ খানিক'টা বুক ছড়ে যায় !
তুমি বিভূতিভূষণ বাবু’র লবটুলিয়ার অরণ্য দিন
সেদ্ধ মকাই, মঞ্চী-চরিত, ফেলে আসা সময় রঙ্গীন
ফেলে আসা সময় রোজ’ই ডুব-খেলে নীল মন-পুকুরে
কিন্তু ঘরের আলনা সে নয়, রয় সে প্রবেশনিষেধ-পুরে !