১
প্রচুর মূল্য খরচ করে এতদিন কিছু ধূলোবালির ছবি পেয়ে আসছিলাম লালগ্রহের !
শেষমেশ সেখানে শুকনো পানির প্রবাহ আবিষ্কার করলো নাসা !
খেলা কথা নয় কিন্তু হেঃ হেঃ ,
হাততালি দিন, হাততালি দিন !
একি, ডানদিকের ভাইয়েরা ঘুমিয়ে গেলেন নাকি ?
বলছি, শুকনো পানির প্রবাহ আবিষ্কার হয়েছে, হাততালি দিন !
হুহ্’হু পানি খুব দামী জিনিস জানেন তো !
ছোটোলোকের ছানা’রা না খেয়ে মরার সময় পানি পানি করে টান পড়িয়ে দিলো যে পানির !
২
নাস্তিকের ফাঁসি চাই ফাঁসি চাই বলে চেঁচিয়ে আসছিলো ধার্মিক, কেউ শুনছিলোনা !
কিন্তু একবার শুনলো !
ধর্ম-অবমাননার দায় মাথায় নিয়ে দাঁড়ালো একজন ফাঁসি মঞ্চে !
মায়া মমতা উঠে যায়নি তখনো, তাই
জিজ্ঞেসও করা হলো শেষ ইচ্ছা কি !
আহা, শেষ ইচ্ছেটা পূরণ হয়নি বাছার,
গন্ধম-ফল খেতে চেয়েছিলো সে !
আচ্ছা, গন্ধম-ফলের বৈজ্ঞানিক নাম যেনো কি ?