তোমার অনুভুতি নেই,
অনুভব করবার মানুষ আছে!
আমার আছে অনুভুতি,
অনুভব করবার কেউ নেই কাছে !
চলো তাই ভাড়া করি
একে-অন্যের মন,
এটুকু পাওয়ার স্বাদ
নিতে দিও..........
তোমার ভাড়াটা-নয় কন্ট্রাক-এ
মেটাবো,
আমারটা মিটারে মিটিও !