ইচ্ছে করছে কপোল ছুঁয়ে দিতে
ইচ্ছে করছে মাথায় রাখতে হাত
কিন্তু তুমি অনেক দূরে থাকো
নিষেধ যেথা আমার যাতায়াত !
ইচ্ছে করছে জলের ধারা হয়ে
ভিজিয়ে দিতে তোমার চুল-নরোম
ইচ্ছেটা আজ মানুষ হবার নয় ,
ইচ্ছে, হবো তোমার উপশম !
কারণ ফোনে কাঁপছে তোমার স্বর,
আজকে তোমার ভীষণ রকম জ্বর !
ইচ্ছে করছে তোমার রুগ্ন মনের
হয়ে যেতে যেমন-ইচ্ছে বোধ
ইচ্ছে, হয়ে নকশি কাঁথার আদর
একটু তুলি মিথ্যে প্রেমের শোধ !
কিন্তু ইচ্ছে করাই কি শেষ কথা ?
নিলামওয়ালার আছে ভ্রূকুটির দায় !
ইচ্ছে করছে তবুও ইচ্ছে করছে
তোমায় ছুঁতে, কি আর করা যায় !
কারণ ফোনে কাঁপছে তোমার স্বর,
আজকে তোমার ভীষণ রকম জ্বর !