পাতা গুলো ঝরে পড়ছে
আমার কাঁদতে ইচ্ছে করছে
পাতাদের মত তোর হাত থেকে
এভাবেই গেছি খরচে
সেটাই দেখি পাতা তুলে ধরছে !
ফুল দর-দাম হচ্ছে
আমার কাঁদতে ইচ্ছে করছে
দুটো ছেলে মেয়ে আমাদের'ই মত
কম দামে প্রেম করছে
দেখেই তোর কথা পড়ছে !
কাঁদতে ইচ্ছে করছে
আমার কান্না'ই এসে পড়ছে
মনে পড়বার মত জোরদার
ফুচকার অর্ডার হচ্ছে
কে আর আমার বারণ শুনছে !